হোম অটোমেশন ব্যবহারে ৯০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব

২ মে, ২০২১ ১৪:৫৮  
বাসা বাড়িতে হোম অটোমেশন ব্যবহার করে ২০-৯০ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় সম্ভব। আধুনিক এলইডি লাইট আগের লাইটের তুলনায় ৭০ শতাংশ সাশ্রয়ী, পুরাতন টেলিভিশনে বেশি বিদ্যুৎ ব্যবহার হয় বর্তমান সময়ের স্মার্ট টেলিভিশনে ৭০ শতাংশ সাশ্রয় হয় বিদ্যুৎ। আজ বরিবার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর অনলাইনে ‘বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ’ বক্তৃতায় রাজশাহী থেকে এসএসসির শিক্ষার্থী আদর ঘোষ অনলাইনে যুক্ত হয়ে এমনটাই জানান। হোম অটোমেশনে স্মার্টফোন ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয়ের বিভিন্ন দিক তুলে ধরেন আদর ঘোষ। বক্তৃতায় অংশ নেন ভোলা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাফায়েত হোসেন সায়েম এবং নটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রূনক শাহারিয়ার রোহান। বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের গ্যালারি সহকারি আজিজুর ইসলাম । অনুষ্ঠানে সেরা বক্তা হনটরডেম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রূনক শাহারিয়ার রোহান।